‘বন্দুকযুদ্ধে’ আহত হত্যা মামলার আসামি

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের ককটেল হামলা ও গুলি বর্ষণে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
তবে বিষয়টি নিয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গণমাধ্যমে কোনো কথা বলতে চাননি।
পুলিশ দাবি করেছে, গুলিবিদ্ধ জামালের বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় জামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, আসামি জামালকে খুঁজছিল পুলিশ। তাঁকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টা গুলি করলে জামাল গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন এবং অপর সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি চাপাতি উদ্ধার করে।