তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলা
জামিন পেলেন সাংবাদিক নাজমুল
একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই জামিনের আদেশ দেন। এর আগে এ আদালতে নাজমুলের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
আশুলিয়ায় শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে নাজমুলকে রিমান্ডে নেয় পুলিশ। এখন তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি পাচ্ছেন না নাজমুল।
২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা করে আশুলিয়ার থানার পুলিশ।