২১ জেলায় পণ্যবাহী যানবাহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে

পুলিশের হয়রানি, ফেরিঘাটে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদসহ ১২ দফা দাবি আদায়ের জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ মঙ্গলবার।
গতকাল সোমবার থেকে পণ্যবাহী যানবাহনের এই ধর্মঘট শুরু হয়েছে। ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটে অন্যান্য জেলার মতো খুলনা নগরীর সোনাডাঙ্গা, কদমতলা ও বাদামতলা ট্রাকস্ট্যান্ড থেকে কোনো ট্রাক ছেড়ে যায়নি। নগরীতে পণ্য পরিবহনে কোনো যানবাহন না আসায় কাঁচাবাজারে পণ্যের দাম কিছুটা বাড়তি।
এদিকে, শত শত ট্রাক নগরীর রুজভেল্ট জেটির ৪, ৫ ও ৭ নম্বর ঘাটে অলস সময় পার করছে। ফলে উত্তরবঙ্গে বোরো সার পরিবহন ব্যাহত হচ্ছে। এ ছাড়া জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকায় পেট্রল পাম্পগুলো ‘রেশনিং’ পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করছে।
এদিকে, ধর্মঘটের দ্বিতীয় দিন পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব আবদুর রহিম বক্স দুদু জানান, আজ দুপুরে এই সমস্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করেছে। এই বৈঠকে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) গত বছরের ২৮ ডিসেম্বর এক আদেশে ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ করার নির্দেশ দেওয়ার পর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়।
এই পরিবহন ধর্মঘটের আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয় জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা রয়েছে।
ধর্মঘটের ফলে গতকাল সকাল থেকে খুলনা নগরী এবং ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরীর ঘাট এলাকা থেকে সড়কপথে পণ্য পরিবহন হচ্ছে না।