মনোহরদীতে ‘শ্বাস রোধ করে প্রবাসীর স্ত্রী খুন’

নরসিংদীর মনোহরদীতে সৌদি প্রবাসীর স্ত্রী রুনা বেগমকে (২০) শ্বশুরবাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ মনোহরদী হাসপাতালে ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। আজ শুক্রবার সকালে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
স্বজনরা জানান, তাঁর স্বামী তৌহিদ এর আগে আরো বিয়ে করলেও তথ্য গোপন করে রুনাকে বিয়ে করেন। বর্তমানে তৌহিদ মিয়া সৌদি আরবে অবস্থান করছেন।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর আগে মনোহরদীর চালাকচরের তৌহিদ মিয়ার সঙ্গে রুনা বেগমের বিয়ে হয়। কিছুদিন পর তৌহিদ সৌদি আরবে চলে যান।
এরপর রুনার বাবা দুলাল মিয়া জানতে পারেন তৌহিদ চালাকচর এলাকায় আরো একটি বিয়ে করেছেন। ওই স্ত্রী শ্বশুরবাড়ির অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যান। স্বামী বিদেশে চলে যাওয়ার পর শাশুড়ি, ননদ ও ননদের জামাই শারীরিক ও মানসিকভাবে রুনার ওপর নির্যাতন চালান।
বাবা আরো জানান, গত বুধবার রাতে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় রুনাকে। এরপর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। প্রবাসী তৌহিদের পরিবার ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে জানান তাঁরা।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।