ভারতীয় ১৪ জেলে কারাগারে
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ফিসিং ট্রলারসহ আটক ভারতীয় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে এসব জেলেকে বাগেরহাট আমলি আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগস্ট) দিনগত রাতে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। এসব জেলের বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশপরগনা জেলায়।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এ দেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারগারে পাঠান।
এর আগে, গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ বি ঝড় ও এফ বি মঙ্গলচণ্ডী নামে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।