খুলনায় ‘সাবেক স্বামী’র ছুরিকাঘাতে নারী নিহত

খুলনা মহানগরীর মুন্সীপাড়ার দ্বিতীয় গলিতে ‘সাবেক স্বামী’র ছুরিকাঘাতে সুলতানা পারভীন দুলালী (২৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ওই নারীর সাবেক স্বামী নুরুল হক পলাতক।
পরিবারের দাবি, মাদকাসক্ত হওয়ায় নুরুলকে তালাক দেন দুলালী। এর পর থেকে তিনি মা ও ভাইদের সঙ্গে মুন্সীপাড়ার ভাড়া বাসায় থাকতেন। তাঁর চার বছর বয়সী এক মেয়ে আছে।
ওই নারীর মা দাবি করেন, সাবেক জামাতা প্রতিশোধপরায়ণ হয়ে তাঁর মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল রাতে সুলতানা নামের ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাবেক স্বামী নুরুল। পরে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, সুলতানার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। নুরুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।