নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

স্কুলে যাওয়া আসার পথে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আজগর আলী (৫৫)। তিনি রায় দক্ষিণ গ্রামের মৃত রশিদ খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম।
ওসি বলেন, ‘ইসরাত জাহান (৯) নামে রায় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করত। এমন অভিযোগ নিয়ে গত সোমবার সিঙ্গাইর থানায় অভিযোগ করেন তার নানা আজগর আলী। অভিযোগ তদন্তে থানার উপপরিদর্শক ফজলুল হক ওই বাড়িতে যান। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই এমন একটি ঘটনা দুঃখজনক।’
নিহতের পরিবারের সদস্যরা জানান, ক্যানসারে মায়ের মৃত্যুর পর নানার বাড়িতে থেকেই লেখাপড়া করত ইসরাত জাহান। গত সোমবার থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই বখাটেরা অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে শাসিয়ে আসছিল।
মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় অভিযুক্ত আলামিনের নেতৃত্বে একদল বখাটে আজগর আলীর দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।