বিমানবাহিনীর নতুন প্রধান আবু এসরার

এয়ার ভাইস মার্শাল আবু এসরার বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামী ১২ জুন বিকেল থেকে এ নিয়োগ কার্যকর হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
আবু এসরার এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হবেন।