যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় ছুরিকাঘাত করে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রিদওয়ান ইসলাম বিভোর (১২)। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান, রিদওয়ান ইসলাম বিভোর নামের এক স্কুলছাত্রকে আলামিন (২৬) নামের এক বখাটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর দ্রুত রিদওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে।