মাগুরায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসির জরিমানা

মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং ওষুধের গায়ের নির্ধারিত মূল্য পরিবর্তন করে মূল্য বাড়ানোর অপরাধে দুটি ফার্মেসির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানার সামনে অবস্থিত পাইকারি ও খুচরা ওষুধের দোকান সিরাজ মেডিকেলে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত ওষুধ পুড়িয়ে ফেলা হয়।
এ ছাড়া অভিযানে মাহিন ফার্মেসি থেকে ওষুধের মূল্য পরিবর্তন করে হাতে লিখে মূল্য বাড়ানোর অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।