খুলনায় ঠোঁটকাটা-তালুফাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

খুলনায় ঠোঁটকাটা-তালুফাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে খুলনা শিশু হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও খুলনা শিশু হাসপাতালের চেয়ারম্যান মুহাম্মদ মিজানুর রহমান।
এ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, মানুষের কল্যাণে প্রত্যেকেরই কিছু করার আছে। মানুষ মানুষের জন্য। রোটারি ক্লাবের উদ্যোগে খুলনাতে যে মহৎ কার্যক্রমের সূচনা হলো তার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। এ ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাতে খুলনার স্বাস্থ্যসেবাকে আরো সম্প্রসারিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিশু হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো.কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন লিডার বারবারা এন ফিশার, ডেইলি অবজারভারের ম্যানেজিং এডিটর রোটারিয়ান শওকত হুসাইন, রোটারি ক্লাব অব গুলশান লেকসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো.জয়নুল আবেদীন, বি এম এ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব।
যুক্তরাষ্ট্রের শল্যচিকিৎসক কার্ল ওসট্রকের নেতৃত্বে ২০ জনের চিকিৎসকদল আজ থেকে খুলনা শিশু হাসপাতালে এই অস্ত্রোপচার করবেন। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অস্ত্রোপচার কার্যক্রম চলবে। এ বছর খুলনায় প্রায় ১০০ জন নারী ও পুরুষকে এ সেবা দেওয়া হবে।
প্রসঙ্গত,২০০৮ সাল থেকে অস্ত্রপচারের মাধ্যমে ঠোঁটকাটা-তালুফাটা রোগীদের চেহারায় স্বাভাবিকতা ফিরিয়ে আনার উদ্যোগ শুরু করেছে ঢাকায় রোটারি ক্লাব অব গুলশান লেকসিটি। শুরু হয়েছে। এ বাবদ খরচ হয়ে থাকে প্রায় ৫০ লাখ টাকা।
প্রতিজন ঠোঁটকাটা-তালুফাটা রোগীর অস্ত্রোপচারে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়। যুক্তরাষ্ট্রের একটি রোটারি ক্লাবসহ খুলনার ২০টি রোটারি ক্লাব এ কার্যক্রমে সহযোগিতা করছে।
চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার পরবর্তী রোগীর মানসিক, দন্ত ও কথা বলার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আরো কিছু চিকিৎসার প্রয়োজন হয়। পর্যায়ক্রমে এই রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে ইতিমধ্যেই গাজীপুর মেডিকেল কলেজে একটি বিভাগ খোলা হয়েছে।