মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জোবান শেখ (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ধলহারা-বিনোদপুর সড়কের চাউলিয়া এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত জোবান চাউলিয়া গুচ্ছগ্রাম এলাকার সোহরাব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাগুরা সদর থানাসহ বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে।
এ বিষয়ে খোঁজ নেওয়া হলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি-সার্কেল) সুদর্শন রায় জানান, ধলহারা-বিনোদপুর সড়কের চাউলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে খবর পায় পুলিশ। এর ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে চাউলিয়া মাঠের দক্ষিণ পাশে ডাকাত সর্দার জোবানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
সুদর্শন রায় আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি রামদা, চারটি গুলির খোসা উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর থানা থেকে হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।