সাদা পতাকা হাতে ‘বাঁচার’ আকুতি ব্যবসায়ীদের
হরতাল-অবরোধ-নাশকতার প্রতিবাদ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে মানববন্ধন করেছে।
নগরীর দুই নম্বর গেট এলাকায় আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ব্যবসায়ীদের বাঁচতে দিন’ স্লোগানে এ মানববন্ধনে অংশ নেন রেলওয়ে থানকাপড় ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোসলেম উদ্দিন আহমেদ, মঞ্জুর আহমেদ, নূর হোসেন প্রমুখ।
সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, হরতাল-অবরোধের কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়ছে। নিঃস্ব হতে চলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দ্রুত দেশে ব্যবসার পরিবেশ ও শান্তি ফিরিয়ে আনতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানান তাঁরা।