শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হাঁটলেন দাতা সদস্য
এবার ছাত্রদের কাঁধের ওপর দিয়ে হেঁটে গেলেন জামালপুরের একটি বিদ্যালয়ের দাতা সদস্য। গত রোববার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা কাঁধে কাঁধ রেখে একটি মানবসেতু নির্মাণ করে। সেই সেতুর ওপর দিয়ে হেঁটে যান বিদ্যালয়ের দাতা সদস্য দিলদার হুসেন প্রিন্স। এ সময় তাঁকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন স্থানীয়রা।
জামালপুর শিশু সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম জানান, মেলান্দহের ওই বিদ্যালয়ের দাতা সদস্য দিলদার হুসেন প্রিন্সকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে দাতা সদস্য দিলদার হুসেন প্রিন্সের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোনটিও। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান নিজের ভুল স্বীকার করেছেন।
মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলজ্জামান জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। স্কুলের স্কাউটের শিক্ষার্থীদের অনুরোধে দিলদার হুসেন এমন কাজ করেছেন বলে তিনি জানান।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মেলান্দহের ঘটনার পরদিন গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারী। পরে তিনি খুশি হয়ে’ শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন। এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় গতকাল বুধবার রাতে এক শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর পাটোয়ারী ও একই কমিটির সদস্য এম এ বাশার।