ডাকাতির অভিযোগে নরসিংদীতে একজনকে পিটিয়ে হত্যা
নরসিংদীর মাধবদী উপজেলায় ডাকাতির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুচর এবং বালুসাইর গ্রামের মাঝামাঝি খালি মাঠে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
আজ বৃহস্পতিবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, সন্ধ্যা পর্যন্ত নিহত ডাকাতের কোনো পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল উপজেলার আলগী মনোহনপুর মহল্লার শাহজালালের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৭ হাজার টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
রাত সাড়ে ৩টার দিকে আটপাইকা ডাঙ্গিরপাড় এলাকার কনক ভূঁইয়ার বাড়িতেও হানা দেয় ডাকাতদল। সেখানেও দরজা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
ডাকাতির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দেয়। তখন ডাকাতদল হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মহিষাশুড়া ইউনিয়নের বালুচর এবং বালুসাইর গ্রামের মাঝামাঝি খালি মাঠে জনগণ একজনকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি মারা যান।
আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি।
এদিকে আজ বেলা ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার মনুরটেক সেতুর নিচে এক অজ্ঞাত নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সেটা দুর্ঘটনা না হত্যা তা ময়নাতদন্তে জানা যাবে। নারীর গায়ে প্রিন্টের জামা, ওড়না এবং হলুদ রঙের পেটিকোট ছিল।