বঙ্গবন্ধুকে স্মরণ, শ্রদ্ধা মোদির

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুর ১২ টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
স্মৃতি জাদুঘরের পৌঁছে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। এ সময় তিনি কিছুক্ষণ নীবরে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি দিয়ে সাজানো গ্যালারি ঘুরে দেখেন।
ভারতের প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও ইন্ডিয়া) অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ফুটেজে দেখা যায়, নরেন্দ্র মোদি সফরসঙ্গীদের নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন।
আজ সকাল ১০টা ১০ মিনিটে নরেন্দ্র মোদি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ আগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নরেন্দ্র মোদি। পরে বেলা সাড়ে ১১টার দিকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হকসহ সরকারের পদস্থ ব্যক্তিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি।