মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করে বাস খাদে

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এ সময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রিজের পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম সোহাগ (২৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলা সদরের অমেদ আলী মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুকনগর থেকে খুলনা-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস খুলনা অভিমুখে ছেড়ে যায়। বাসটি খর্নিয়া ব্রিজের পশ্চিম প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের ১০ থেকে ১২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।