নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তকের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব ভাষায় করার দাবিতে সোমবার মানববন্ধন করেন চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীরা। ছবি : এনটিভি
প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব ভাষায় করার দাবিতে মানববন্ধন করেছেন চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীরা।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আদিবাসী মুক্তি মোর্চা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকার আদিবাসী নারী পুরুষসহ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা কর্ণেলিউস মুর্মু, প্রদীপ হেমব্রম, খিলিপ হেমব্রম ও প্রভাত টুডু।
সমাবেশে বক্তারা বৈষম্যহীন সমাজ সৃষ্টির লক্ষ্যে প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক সাঁওতাল বর্ণমালায় রচনা করার দাবি জানান।