কেইউজের সভাপতি জাহিদকে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য নিয়োগ

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এস এম জাহিদ হোসেনকে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. খাইরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (৬নং আইন)’ এর ৬ (১) (ঝ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এস এম জাহিদ হোসেনকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে এ নিয়োগ প্রদান করা হলো।’
এর আগে কেইউজের কার্যনির্বাহী পরিষদের সভায় এস এম জাহিদ হোসেনকে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিতে সর্বসম্মভাবে সিদ্ধান্ত গ্রহণ করে বিএফইউজের কাছে সুপারিশ পাঠানো হয়।
এদিকে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেনকে সরকার ওয়াসা বোর্ডের সদস্য নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
অপর এক বিবৃতিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সদস্য গৌরাঙ্গ নন্দী ও আসাদুজ্জামান রিয়াজ।