রূপগঞ্জে অপহৃত দুই ফটোসাংবাদিক উদ্ধার
মহড়ার ছবি তোলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকা থেকে দুই ফটোসাংবাদিককে তুলে নেওয়ার এক ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ-এর ফটোসাংবাদিক সেলিম আহাম্মদ। পত্রিকাটির সম্পাদক তোফাজ্জল হক। অপরজনের নাম জানা যায়নি।
আজ শুক্রবার বিকেলে এই দুই সাংবাদিককে তুলে নেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এর ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাঞ্চন সেতু মাঝিপাড়া ও লালমাটিয়া এলাকায় এশিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক বলেন, ‘কায়েতপাড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের সশস্ত্র বাহিনীর অস্ত্রসহ ছবি তোলায় বিকেলে পুলিশের সহায়তায় দুই ফটোসাংবাদিককে অপহরণ করা হয়। এই বাহিনী এরই মধ্যে এলাকার অনেক মানুষের জমি দখল করে বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এখনো তারা এই কাজ করছে।’
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, অপহরণের এক ঘণ্টার মধ্যে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের এলাকা নাওরা গ্রাম থেকে দুই ফটোসাংবাদিককে পুলিশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, তিনি রাত সাড়ে ৮টা পর্যন্ত সেলিম আহাম্মদের মোবাইল ফোন বন্ধ পেয়েছেন। ফলে তাঁকে উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত নন।