যাচ্ছিলেন ভারতে, পথে হলেন লাশ

মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী দুই নারী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর ৫টার দিকে মাগুরা-যশোর মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন খাদিজা (৩০) ও ছুটু বিবি (৫৫)। আহত যাত্রীদের নাম জানা যায়নি। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল বন্দরে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি গোয়ালন্দের চিনাপ্রতাপ গ্রামে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল হক জানান, ভোরে মঘিরঢাল এলাকায় যশোরের বেনাপোলগামী মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। পরে আহত নয়জনকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।