কক্সবাজারে সাত ‘মানবপাচারকারী’ আটক
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা শরণার্থীসহ তালিকাভুক্ত সাতজন ‘মানবপাচারকারীকে’ আটক করেছে। রোববার ভোরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন ও আবুল কালামের নেতৃত্বে পুলিশের দুটি পৃথক দল রোববার ভোরে সাবরাং এলাকায় অভিযান চালায়। এ সময় সাবরাংয়ের বিভিন্ন এলাকা থেকে তালিকাভুক্ত মানবপাচারকারী সাদ্দাম হোসেন (২০), মো. আমিন (৩৫), মো. হাসান (৩২)ও সৈয়দ আহমদকে (৩২) আটক করে।
অন্যদিকে পুলিশের আরেকটি দল শনিবার রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মুহাম্মদ ইউনুছ নামের অপর একজন মানবপাচারকারীকে আটক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, আটক ইউনুছ শীর্ষ মানবপাচারকারীদের মধ্যে অন্যতম। তিনি আরো জানান, আটক এই পাঁচজনের বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা আছে।
এদিকে উখিয়া থানার পুলিশ আজ রোববার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিমকে (৩২) আটক করে। সেলিমের বিরুদ্ধে উখিয়া থানায় মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে উখিয়া থানার পুলিশ কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে মোহাম্মদ ইউনুছ (৩০) নামের একজনকে আটক করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী জানান, ইউনুছের বিরুদ্ধে উখিয়া থানায় মানবপাচারে অভিযোগে মামলা রয়েছে। এর আগে তিনি সেলিমকে আটক করার কথা জানান।