পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত ভেস্তে গেছে : শিল্প সচিব

পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাংলাদেশের ওপর অহেতুক একটি কালিমা লেপনের যে আন্তর্জাতিক চক্রান্ত চলছিল তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া।
আজ শনিবার দুপুরে নরসিংদীর শিবপুরের কারারচর এলাকার হাবিব প্লাস্টিক ইন্ডাস্ট্রির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে সচিব এ মন্তব্য করেন।
মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। আদালতের রায় এটাই প্রমাণ করে, পদ্মা সেতুতে কোনো প্রকার দুর্নীতি হয়নি।
‘আমি সেতু বিভাগের সচিব থাকাকালীন বিশ্বব্যাংকসহ অন্যান্য দুটি সহযোগী সংস্থা পদ্মা সেতুতে অর্থায়ন করতে চেয়েছিল। কিন্তু উন্নয়ন প্রকল্প নষ্ট করতেই দেশের একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে যোগাযোগ করে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংকের কানভারী করে।’
মোশাররফ হোসেন ভূইয়া আরো বলেন, ‘আমরা তখন বলেছিলাম, এত স্বচ্ছতার সঙ্গে এর আগে কোনো প্রকল্পের কাজ হয়নি। কিন্তু তারপরও কানাডিয়ান কোম্পানি, আমাদের মন্ত্রী থেকে সচিব পর্যায়ের অনেকের বিরুদ্ধে, এমনকি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জড়িয়ে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করা হয়।’
হাবিব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। সাতজন চিকিৎসক প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেন।
স্থানীয় সময় শুক্রবার কানাডার অন্টারিও প্রদেশের একটি আদালতের বিচারক ইয়ান নর্ডহেইমার দেশটির নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন গ্রুপের তিন কর্মকর্তাকে পদ্মা সেতু দুর্নীতি মামলা থেকে খালাস দিয়েছেন।