পুলিশের দাবি
চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গানপাউডারসহ গতকাল শুক্রবার রাতে চার ব্যক্তিকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গানপাউডারসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরা সবাই জামায়াত-শিবিরের কর্মী।
গতকাল শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী নামোজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসা থেকে চারজনকে আটক করা হয়।
এঁরা হলেন তসলিম উদ্দিন (২৫), গোলাম মোস্তফা (৩৫), খলিলুর রহমান (৬৮) ও গোলাম মোস্তফা (৪৬)। তাঁদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর দাবি, আটকরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। বৈঠকে অনেকজন থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে গানপাউডারসহ চারজনকে আটক করা হয়।
আজ শনিবার চারজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।