খুলনায় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে খুলনায় তাবলিগ জামাতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।
মূল ইজতেমা মাঠ ছাড়াও বাইপাস সড়ক, জিরোপয়েন্ট, সাচিবুনিয়া মোড়সহ পাশের সব রাস্তা ও বাড়িতে বসে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। এ সময় ওই এলাকার সড়ক ও মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ইজতেমায় স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, নানা শ্রেণি-পেশার মানুষ ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এতে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা এলাকার মুসল্লিরা অংশ নেন। ইজতেমায় অংশ নেন ১৬টি দেশের অনেক মুসল্লি।
খুলনায় এবারই প্রথম বড় ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত শেষে ইজতেমার মুসল্লিদের নির্দিষ্ট গন্তব্যে ফিরতে ভোগান্তিতে পড়তে হয়। অনেককেই কয়েক মাইল হেঁটে গিয়ে যানবাহনে উঠতে হয়। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা নেয় পুলিশ ও প্রশাসন।
খুলনার মোহাম্মদনগরে ৯ ফেব্রুয়ারি শুরু হয় তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমা।