বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘জেএমবির সমন্বয়ক’ নিহত

বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু মুছা ওরফে তালহা ওরফে সামিউল ওরফে রবিন। তিনি গুলশান হামলার অন্যতম আসামি রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম জানান, গতকাল দিবাগত রাতে পুলিশের টহল গাড়ি দুর্গাপুর এলাকার পাতাঞ্চ এলাকায় যায়। সে সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে জেএমবির সদস্যরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হন জেএমবি নেতা আবু মুসা। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপর লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়।
ওসি আরো জানান, আবু মুসা পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলা জেএমবির প্রধান সমন্বয়ক। তিনি বিভিন্ন সময় আবু তালহা, আবু জার, আবু সামিউল ও রবিন নাম ব্যবহার করেছেন। এ ছাড়া তিনি পাঁচটি হত্যা মামলার প্রধান আসামি।