গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর মাতুয়াইল থেকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি ফাহিমকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, কদমতলীর ভিকটিম (২৪) টিকটকের মাধ্যমে প্রিন্স নামক একজনের সঙ্গে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ভিকটিম প্রিন্সকে তার স্বামী বিদেশ যাবে মর্মে ১ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন বলে জানায়। গত ৫ মার্চ দুপুরে প্রিন্স ভিকটিমকে টাকা দেওয়ার প্রলোভন কদমতলীর জনতাবাগ এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। ভিকটিমের সন্দেহ হলে সে ওই বাসা থেকে বের হতে চায়। কিন্তু সে সময় প্রিন্সসহ অপরাপর আসামিরা ঘরের দরজা বন্ধ করে পালাক্রমে ধর্ষণ করে এবং আসামিরা তাদের মোবাইলফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে আসামিরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
পরে ভিকটিম গণধর্ষণ ও ধারণকৃত ভিডিওর বিষয়টি তার স্বামীসহ পরিবারের সদস্যদের জানায়। এরপর ভিকটিম বাদী হয়ে কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। মামলার বিষয় জানতে পেরে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে র্যাব-১০ আসামিদের ধরতে অভিযান চালায়। সেই অভিযানে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাতুয়াইল এলাকা থেকে আসামি ফাহিম হাসানকে গ্রেপ্তার করে।