গ্যাসের চাপ কমায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
গ্যাসের চাপ অস্বাভাবিক কমে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতার যমুনা সার কারখানা চালু রাখতে যে পরিমাণ গ্যাসের চাপ প্রয়োজন তা না পাওয়ায় সোমবার রাত থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে সার কারখানা কর্তৃপক্ষ। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক।