খুলনায় জনপ্রতিনিধিদের নিয়ে বাজেটবিষয়ক কর্মশালা

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার অনুষ্ঠিত এক কর্মশালায় জনপ্রতিনিধি ও অতিথিরা। ছবি : এনটিভি
খুলনার তিনটি উপজেলা ও ২৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বচ্ছ বাজেট প্রক্রিয়া গতিশীল ও সুশীলসমাজকে শক্তিশালী করার বিষয়ে জোর দেওয়া হয়।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন স্থানীয় সরকারের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানির বাংলাদেশ প্রতিনিধি কাসপার প্রুসেনবাচার, মোখলেছুর রহমান প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সেন্টার ফর রিসোর্স স্টাডিজ এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় সুশীলসমাজ বাজেটে তাঁর করণীয় সম্পর্কে ধারণা পাবে।