পাখির জন্য প্রাণ গেল স্কুলছাত্রের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433855923.jpg)
পাখির বাচ্চা সংগ্রহ করতে গাছে উঠে নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহান ভূইঞা (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ওই গ্রামের রাজীব মিয়ার ছেলে। সে স্থানীয় বাগহাটা নুর আফতাব বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, দুপুরে রোহান স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পাখির বাচ্চা সংগ্রহ করতে একটি গাছে উঠে। এ সময় গাছের পাশে থাকা ১১ হাজার ভোলটেজের বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।