দুই শিশুর বস্তাবন্দি লাশ, স্বর্ণের দোকানি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরে শিশু দুই স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় এক স্বর্ণের দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার নামোশংকবাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. পলাশ (৪২)। তাঁর বাড়ি নামোশংকবাটি এলাকায়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার পর বাড়ির বাইরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। নিখোঁজের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নামোশংকবাটির ফতেপুরের ভ্যানচালক ইয়াসিন আলীর বাড়ির খাটের নিচ থেকে মেঘলা ও মালিহা নামের ওই দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ইয়াসিন আলী, তাঁর স্ত্রী তানজিলা খাতুন ও পুত্রবধূ লাকি আক্তারকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার বিকেলে মামলার প্রধান আসামি লাকি আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতেই নামোশংকবাটি এলাকা থেকে স্মৃতি জুয়েলার্সের মালিক পলাশকে গ্রেপ্তার করা হয়। লাকি আক্তার শিশু মেঘলা ও মাহিলার দেহে থাকা ১২ আনা ২ রতি ওজনের স্বর্ণালংকার প্রায় ২১ হাজার টাকায় পলাশের দোকানে বিক্রি করেন বলে স্বীকার করেন।
ওসি আরো জানান, আজ বৃহস্পতিবার দুপুরে পলাশ ও লাকি আক্তারের শ্বশুর ইয়াসিন আলীকে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইয়াসিন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
এদিকে, আজ বিকেলে দুই শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে নামোশংকবাটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।