ভোমরা সীমান্তে হুন্ডি ব্যবসায়ী আটক

দেড় লাখ ভারতীয় রুপি নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার অভিযোগে রুহুল আমিন নামের এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের ঘোষপাড়া দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় রুহুল আমিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ ও ১০০ সহ বিভিন্ন মূল্যমানের প্রায় দেড় লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। একটি ব্যাগে করে তিনি এই টাকা নিয়ে আসছিলেন। তাঁর কাছ থেকে কিছু বাংলাদেশি টাকাও জব্দ করা হয়েছে।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, বিজিবির একটি টহল দল হুন্ডি ব্যবসায়ী রুহুল আমিনকে ভারতীয় রুপিসহ হাতেনাতে আটক করেছে। রুহুল আমিনের বাড়ি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হবে।