স্ত্রীকে দেখতে লন্ডনে যেতে পারলেন না শফিক রেহমান

অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক শফিক রেহমানকে।
আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় প্রবীণ এই সাংবাদিককে।
শফিক রেহমানের ঘনিষ্ঠ চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থ এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।
সায়ন্থ জানান, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দরে যান শফিক রেহমান। সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারের একটি বিমানে করে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে কাগজপত্র দেখানোর পর লাইনে দাঁড়ানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাঁর বিদেশ গমন আটকে দেয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত মাসে লন্ডনের ম্যাক মিলান ক্যানসার হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে আজ সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়ে পাসপোর্ট ফেরত পাওয়ার পরও ব্লাড ক্যানসারে আক্রান্ত চিকিৎসাধীন স্ত্রীর কাছে লন্ডন যেতে পারলেন না প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান। বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার তাঁর লন্ডন যাওয়ার কথা থাকলেও বিমানবন্দরে পুলিশের বাধা কারণে তিনি যেতে পারেননি।’
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার ও কারাভোগের পর গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পান শফিক রেহমান।