সাতক্ষীরায় পুলিশের গুলিতে একজন আহত

সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের গুলিতে শহর আলী নামের একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, আহত ব্যক্তি একজন ডাকাত সর্দার।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, বুধবার মধ্যরাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেলেদোনা গ্রামের মাঠে একদল সশস্ত্র ডাকাত জড়ো হচ্ছিল। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মহসিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ও বোমা ছোড়ে।
ওসি জানান, উভয় পক্ষে প্রায় ১০ মিনিট গোলাগুলির পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গ্রামবাসী তাঁকে ডাকাত সর্দার শহর আলী বলে শনাক্ত করেন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। শহর আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁর ডাকাত বাহিনীতে সাত সদস্য রয়েছে বলে জানায় পুলিশ।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, ডাকাতদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শওকত, কনস্টেবল শরিফুল ও ফিরোজ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি সুভাষ চন্দ্র। ঘটনাস্থল থেকে দুটি গুলি, দুটি বোমা ও গুলির খোসা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।