বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি মায়ার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/24/photo-1487951747.jpg)
দেশে বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পৌর অডিটোরিয়ামে বিভিন্ন গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মায়া বলেন, ‘কানাডার কেন্দ্রীয় আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অতীতে ছিল, বর্তমানে আছে ও আগামীতেও থাকবে। ২০০৮ সালে বিএনপি-জামায়াত মিলে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। কোরআন শরিফ পুড়িয়েছে। বিএনপি-জামায়াত ইসলামের শত্রু, দেশের শত্রু। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
ছেঙ্গারচর পৌরসভার মেয়র মো. রফিকুল আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলব উত্তর থানা বিদ্যুৎ অফিসের ডিজিএম আবুল কালাম ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলার ১০টি গ্রামের দুই হাজার গ্রাহকের মাঝে ২৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়।