বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ : নাসিম

বিএনপির সন্ত্রাসী চেহারা তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার বাদ জুমা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। এদিন তিনি কাজীপুরে নির্মাণাধীন ৫০০ আসনের শহীদ এম মনসুর আলী মিলনায়তনের নির্মাণকাজ পরিদর্শন করেন।
নাসিম বলেছেন, কানাডার কেন্দ্রীয় আদালতে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হওয়ায় দেশের মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজি নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের আলী আসলাম প্রমুখ।