সিলেটে ছাত্রদলের ১২ নেতা-কর্মী আটক

সিলেট নগরীতে বৈঠক করার সময় মারামারির ঘটনায় ছাত্রদলের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শাহপরান থানা পুলিশ উপশহর ডি ব্লকের ২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসা থেকে তাঁদের আটক করে।
আটককৃতদের মধ্যে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহ রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ছাত্রদল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপশহর বি ব্লকের ৬ নম্বর বাসায় ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।
সভার দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ ছাত্রদলের উমেদের পক্ষের সমর্থকরা সেখানে গিয়ে চড়াও হয় এবং একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা যে বাসায় সভার আয়োজন করা হয়েছিল ওই বাসায় তালা দিয়ে চলে আসে।
খবর পেয়ে রাত ৯টায় শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সিলেট উপশহর এলাকায় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছে শুনে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। আটককৃতরা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
জেলা ছাত্রদলের সহসভাপতি চৌধুরী মুহাম্মদ সুহেল এনটিভি অনলাইনকে বলেন, ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোনো কোন্দল নেই। ওই সভায় জেলা ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তৃতীয় কোনো পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।