নির্বাচনে শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, নির্বাচন কমিশনারের অধীনে অনুষ্ঠিত হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিতে চাই, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে কে আসলো আর না আসলো তা দেখার বিষয় নয়। কারো জন্য নির্বাচন বসে থাকবে না। আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবেন।’
আজ শনিবার বিকেলে দোহার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপিকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘৫৯৬ জনের কমিটি করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমায়। রোজার ঈদ যায়, কোরবানির ঈদ যায়, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। বিএনপির মরা গাঙে কখনো আন্দোলনের জোয়ার আসবে না।’
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে দলে রাখা হবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নান খান, তৃণমূল বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সংসদ সদস্য সালমা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
সংবর্ধনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।