গোদাগাড়ীতে অভিযানে গিয়ে ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর ডিবি পুলিশের ওই দলের অন্য সদস্যরা আমিজুল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। তাঁকে গোদাগাড়ী মডেল থানায় রাখা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারী অন্যদেরও আটক করতে পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযানে গোদাগাড়ী পৌর এলাকায় আসে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্ত্রাসীরা গোয়েন্দা পুলিশের সদস্য কনস্টেবল আবদুস সালামকে (৫৫) ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। তাঁকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা ইসমাইল হোসেন (৩৩) নামের আরেক কনস্টেবলকেও ছুরিকাঘাত করে।
খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ দুই কনস্টেবলকে আহত অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কনস্টেবল সালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, রামেক হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত এক পুলিশ সদস্য মুঠোফোনে জানান, আহতদের একজনের পেটে ও অপরজনের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।