কল্যণপুরে জঙ্গি অভিযান : তদন্ত প্রতিবেদন ১১ এপ্রিল

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় নয় জঙ্গি নিহতের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান নতুন করে দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রাতে কল্যাণপুরে ৫ নম্বর সড়কে ‘তাজ মঞ্জিল’ নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে ২৬ জুলাই ভোরে সেখানে সোয়াতের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
পরে ভোরে সেই অভিযানের আগেই গুলিবদ্ধ অবস্থায় আটক করা হয় মো. রাকিবুল হাসান রিগ্যান নামের এক তরুণকে।
এ ঘটনার পরপর ভবনের মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় তথ্য গোপনের অভিযোগে মামলা করা হয়। সে মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।