অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
কিশোরগঞ্জ স্যাটেলাইট টেলিভিশন দর্শক ফোরাম আজ মঙ্গলবার সকাল ১০টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। কিশোরগঞ্জ স্যাটেলাইট টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট কলাম লেখক মুহাম্মদ রেজাউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন ও ইনকিলাবের প্রতিনিধি এ কে নাছিম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তরের প্রতিনিধি এ টি এম নিজাম প্রমুখ।
বক্তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অবিলম্বে মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেন।
এ সময় দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, গাজী টিভির প্রতিনিধি সোহেল চৌধুরী, ইউএনবির প্রতিনিধি শফিকুল ইসলাম ফকির মতি, মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমীন চৌধুরী জুয়েল, দেশ টিভির প্রতিনিধি নাজমুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বিজয় রায় খোকা, সময় টিভির প্রতিনিধি বাবলু আহমেদ, মাই টিভির প্রতিনিধি শরীফুল আলম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি শামছুল আলম সেলিম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক স্বাধীন মতের আমিনুল হক সাদী, বাংলার দৃষ্টির প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।