নবম ওয়েজবোর্ড গঠন শেষ পর্যায়ে : ইকবাল সোবহান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নবম ওয়েজবোর্ড গঠন শেষ পর্যায়ে আছে। এই ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার বেতন-ভাতাও নির্ধারণ করা হবে।
গতকাল শুক্রবার রাতে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ইকবাল সোবহান চৌধুরী।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, ইতিপূর্বে শুধু প্রিন্ট মিডিয়ার বেতন-ভাতা নির্ধারণ করত ওয়েজবোর্ড। কিন্তু নবম ওয়েজবোর্ড প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার বেতন–ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণ করবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য সরকারি প্রণোদনা থাকা উচিত যাতে এই শিল্পর বিকাশ ঘটতে পারে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ বেড়েছে। সব দিক বিবেচনা করেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন এবং এতে থাকা সুপারিশগুলো সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফুল হক প্রমুখ।