মংলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
মংলায় ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কের গোনাই ব্রিজের পাশ থেকে জুলফিকার আলী (২৬) নামের ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জুলফিকার আলীর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, গতকাল শনিবার দিবাগত রাতের কোনো একসময় মোটরসাইকেল চালক জুলফিকার আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মংলা-খুলনা মহাড়কের গোনাই ব্রিজের পাশে তার লাশ ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। আজ সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি। এ ছাড়া আজ সকালেই বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মংলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি বেলায়েত।
এদিকে এ ঘটনায় রামপালের সিকিরডাঙ্গা গ্রামের জুলফিকার গাজী (৪৫) ও জাহাঙ্গীর হোসেনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রামপাল থানার পুলিশ।