বিমান বাহিনীর নতুন প্রধানের দায়িত্ব গ্রহণ

নবনিযুক্ত বিমান বাহিনীপ্রধান এয়ার মার্শাল আবু এসরার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদ্স্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এয়ার মার্শাল আবু এসরার বিবিপি, এনডিসি, এসিএসসি। এর মাধ্যমে তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে এয়ার মার্শাল আবু এসরার বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়া তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
গত ১২ জুন এয়ার মার্শাল আবু এসরার এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসির কাছ থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।