বুলবুলের বরখাস্তের আদেশ বহাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/14/photo-1434295131.jpg)
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ বহাল রাখেন।
বুলবুলের বিরুদ্ধে পাঁচটি মামলায় বিচারিক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় গত ৭ মে তাঁকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। ওই আদেশের বিরুদ্ধে বুলবুল আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করার পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত ৪ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আজ আপিল বিভাগ বরখাস্তের আদেশ বহাল রাখার নির্দেশ দিলেন।