আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতেই উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে : কাদের

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে যক্ষাবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে যক্ষাবিষয়ক একটি অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য রাজধানীর আশকোনাসহ বিভিন্ন স্থানে জঙ্গিরা হামলা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেড় বছর পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পথেও এ ধরনের হামলা অবশ্যই অন্তরায়। এখানে কোনো দল-মত খণ্ডিত চিন্তা করে লাভ নেই।’
‘এই চ্যালেঞ্জ গোটা জাতির চ্যালেঞ্জ। কাজেই আমাদের নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার পথে প্রতিবন্ধক যে অপশক্তি, এই অপশক্তিকে সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করতে হবে’, যোগ করেন সেতুমন্ত্রী।