মুশফিককে প্রধানমন্ত্রী, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছ’

কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটি ছিল ঐতিহাসিক। এটি বাংলাদেশের শততম টেস্ট। আর শততম ওয়ানডে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের ঝুলিতে। শততম টেস্টটি জয় করে দিনটিকে স্মরণীয় করে রাখল মুশফিকের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন দিনটি ঐতিহাসিক।
ম্যাচ শেষের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ম্যাচ শেষ হওয়ার পরই ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সদস্যদের জন্য দোয়া করে বলেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’ জয় বাংলা বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীলঙ্কার গলে আয়োজিত সফরের প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হলেও কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট চার উইকেটে জিতে নেয় মুশফিকের দল। এদিকে টেস্ট ম্যাচের সিরিজ সেরা হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।