অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড, প্রথম দিনেই ১০০ কোটির পথে ‘কুলি’

মুক্তির আগেই রজনীকান্ত অভিনীত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রিতে নজির গড়েছে। লোকেশ কানাগারাজ পরিচালিত এই সিনেমা ১৫ আগস্ট মুক্তি পাবে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভারতে মুক্তির চার দিন আগে পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬.৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির; যা থেকে আয় হয়েছে ২০.২৬ কোটি (ব্লক সিটসহ)। বিশ্বব্যাপী প্রথম দিনের প্রি-সেল আয় ইতিমধ্যেই ছুঁয়েছে ৫১ কোটি।
ভাষাভিত্তিক অগ্রিম বিক্রিতে তামিল ভাষা ১৩.৭ কোটি, হিন্দি ২২ লাখ, তেলুগু ৭ লাখ, কন্নড় ৮৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে । রাজ্যভিত্তিক বিক্রিতে তামিলনাড়ু ৯.১৩ কোটি (ব্লক সিটসহ ১১.২২ কোটি), কর্নাটক ২.৭৫ কোটি (৪ কোটি), কেরালা ২.৩৮ কোটি (৪.৬৭ কোটি) এবং মহারাষ্ট্র ৩২.৯১ লাখ (৫০.৫ লাখ)।
আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় হয়েছে প্রায় ১.৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি), যা ‘লিও’ সিনেমার রেকর্ড ভেঙেছে। শুধু যুক্তরাষ্ট্র থেকে প্রিমিয়ার বুকিং থেকে আয় হয়েছে প্রায় ২.৫ কোটি।
ভারতে ‘কুলি’ সিনেমার এই প্রি-সেল তামিল সিনেমার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এবং বিশ্বব্যাপী এটি রজনীকান্তের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধন হতে চলেছে। বিশ্লেষকদের মতে মুক্তির দিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘কুলি’ ১০০ কোটির ওপেনিং করতে পারে।
লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’তে রজনীকান্তের সঙ্গে রয়েছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহিরসহ এক ঝাঁক তারকা। অ্যাকশন ও গণমুখী বিনোদনের সমন্বয়ে এ সিনেমাটি এ বছরের অন্যতম বড় দক্ষিণী মুক্তি হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।