প্রতিরক্ষা চুক্তিকে আড়াল করতে সামনে জঙ্গিবাদ : রিজভী

ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তিকে জনগণের চোখের আড়াল করতেই সরকার জঙ্গিবাদকে সামনে নিয়ে এসেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে জঙ্গিবাদকে সামনে নিয়ে আসছে। জঙ্গিদের মূলোৎপাটনে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে জঙ্গি সন্দেহে কাউকে আটকের সঙ্গে সঙ্গেই হত্যা করা হচ্ছে, যা রহস্যজনক।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হবে না। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠছে, ঠিক তখনই আবারও দেশব্যাপী রক্তাক্ত জঙ্গি তৎপরতা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে দেখছে জনগণ।’
‘এ দেশের জনগণ অনড় দৃঢ়তা, নাছোড় মনোভাব, প্রবল সাহস ও বুকের মধ্যে চলকে উঠা দেশপ্রেমের অদ্ভুত নিবিষ্টতা নিয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে রণদুন্ধুবি বাজিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’