কতোটা উত্তাপ ছড়াচ্ছে ন্যানির ‘হিট থ্রি’?

সুপারস্টার ন্যানির সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’ ভারতীয় বক্স অফিসে বেশ সম্মানজনক সংগ্রহ দেখিয়েছে। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সিনেমাটির সংগ্রহ ২১ কোটি টাকা। তবে দ্বিতীয় দিনেই সেই আয় এসে দাঁড়িয়েছে ১০ কোটিতে।
সাকনিলকের তথ্যমতে, সিনেমাটি দুই দিনে মোট ৩১ কোটি টাকার নিট আয় করেছে। তবে সিনেমাটির দর্শক সংখ্যা দিনভর ধীরে ধীরে বেড়েছে সকাল ও দুপুরের শো-তে যথাক্রমে ৩৪% ও ৫৪% এবং সন্ধ্যা ও রাতের শো-তে ৫৪% ও ৬৬% ছিল দর্শক উপস্থিতি। বিশ্লেষকদের মতে, ন্যানি সিনেমাতে যুক্ত থাকায় এই সাফল্যে বড় প্রভাব রেখেছে।
সৈলেশ কোলানু পরিচালিত ও রচিত ‘হিট থ্রি’-তে ন্যানি ছাড়াও অভিনয় করেছেন আদিভি শেশ, শ্রীনিধি শেঠি, রাও রমেশ, নিবেতা থমাস ও ব্রহ্মাজি।
ন্যানি বলেন, “আমি মনে করি না ‘হিট থ্রি’-কে অ্যানিমেল, কিল বা মার্কো-র সঙ্গে একত্রে ফেলা উচিত। ‘হিট থ্রি’ ভিন্ন ব্যাকরণে তৈরি হয়েছে। পুরো ছবি একটানা দেখলে সহিংসতা চোখে লাগবে না। সবকিছু এতটাই প্রাকৃতিকভাবে মিলে যায় যে দর্শক পুরোপুরি ডুবে যাবে ‘হিট থ্রি’ এর জগতে।”